১দিনের কমান্ডো ট্যুর

ঢাকা-শ্রীমঙ্গল

★★যা যা দেখবেন:-
মাধবপুর লেক
লাউয়াছড়া রেইন ফরেষ্ট,
ফিনলে চা বাগান
চা গবেষনা কেন্দ্র
হোটেল গ্রান্ড সুলতান

★★যাতায়াত মাধ্যমঃ-
ঢাকা থেকে রাত ১০:২০ মিনিটে উপবন এক্সপ্রেস
অথবা হানিফ,শ্যমলী,এনা বাস।

ভ্রমণ পরিকল্পনাঃ-

উপবনে উঠলে আপনাকে ভোর ৪টায় শ্রীমঙ্গলে নামিয়ে দিবে। আপনি নেমে স্টেশনের বিশ্রামাগারে সকালের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করুন, পাশেই মসজিদ আছে সেখানের বারান্দাও থাকতে পারেন।
আর বাসে গেলে ১১:৩০ বা ১২ টায় যেতে পারেন।
সকালে চলে আসুন সেষ্টনের কাছেই পানসি হোটেলে এখানেই ফ্রেস হবার ব্যবস্থা আছে। পানসি হোটেল সকাল ৬টায় খোলে।

হোটেলের সামনেই CNG, private car,Micro stand।
একটি CNG সারাদিনের জন্য ভাড়া করতে পারবেন ৭০০-৯০০ টাকার মধ্যে,৫জন বসা যাবে।
তারপর চলে আসুন মাধবপুর লেকে সকালটাই মিষ্টি হয়ে যাবে । চাইলে চা কিনতে পারবেন। তারপর লাউয়াছড়ায় গিয়ে ঘুরবেন সেখানে আছে খাসিয়া পল্লী কোন গাইডের দরকার হবেনা। প্রবেশ মুল্য ৫০ টাকা তবে ছাত্রদের জন্য ২০টাকা।
তারপর পানসিতে এসে হরেক রকমের বাহারি ভর্তা দিয়ে দুপুরে ভাত খেতে পারেন দাম কম।

খাওয়া শেষে গ্রান্ড সুলতান,ফিনলে চা বাগান,নীল কন্ঠের ৭ লেয়ারের চা খেয়ে ঢাকায় ফিরতে পারেন ঢাকার বাস ৩০মিনিট পরপর ছাড়ে।

সর্বমোট খরচ পড়বে ১১০০+- যদি কিপটামি করেন আর কি….

Post Copied From:MD Mehedi Hasan Khan‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment