অনেক সুন্দর, পরিষ্কার এবং শান্তি পূর্ণ একটি শহর

ঘুরে আসুন জয়পুর, দা পিঙ্ক সিটি, রাজস্থানের ক্যাপিটাল।

কিভাবে যাবেন?
ঢাকা থেকে কলকাতা বাসে তারপর কলকাতা থেকে জয়পুর প্লেনে ৬৫০০ টাকা
অথবা কলকাতা থেকে দিল্লি ট্রেনে রাজধানি বেশ ভাল অপশন এবং দিল্লি থেকে জয়পুর ডাবল ডেকার ট্রেনে এ যাবেন ৪ ঘনটায়, আমি ট্রেনের ফেয়ার সঠিক জানি না যেহেতু ওইটা দিয়ে যাতায়াত করি নাই।

জয়পুর ঘুরাঃ
আমি হোটেল থেকে ১৫০০ টাকা ট্যাক্সি ভাড়া করে পুরো জয়পুর ঘুরিছি। ট্যাক্সি সার্ভিস ড্রাইভার টু ড্রাইভার vary করে। ওদেরকে বলবেন সব গুলা স্পট নিয়ে যাইতে এবং আপনি নিজেও স্টাডি করে যাবেন কি কি স্পট আছে ওরা অনেক স্পট ঘুরায় না যেমন Panna Meena Ka Kund আমি request করাতে ঘুরাইসে নাইলে ঘুরাইত না অথছ Amber Fort এর খুব কাছে।

হোটেল প্রসঙ্গঃ
হোটেলে এ থেকছি Krishna Palace পার নাইট ২০০০ রুপি নিয়েছে বেশ ভাল হোটেল তবে আমার বন্ধু রা যখন ঘুরেছে তারা Hotel Maziz Prime এ থেকেছে ওইটা দাম কম কিন্তু রুম ভাল।

খাওয়া দাওয়া প্রসঙ্গঃ
জয়পুর মুলত ভেজ আইটেম পাওয়া যায়, আমার মতে চাপাতি রুটি আর পানির বাটার মাসালা খাওয়া ভাল আর নাইলে সাউথ ইন্ডিয়ান ডিশ দোসা খাওয়া ভাল। Maziz Prime হোটেলের বিপরিতে আপনার হালাল খাবার পাওয়া যায় ঐখানে নন ভেজ আইটেম পাবেন।

ট্রেনের চেয়ে প্লেনে জাওা খরছ কম সময় ও বাঁচে এবং নন ডাইরেক্ট ফ্লাইট টাইম অনেক বেশি লাগ্লেও প্রব্লেম নাই খরছ ভালই কম পরে যায়।

Post Copied From:Sayeed Mohammed‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment