তামান্না পার্ক

একদিনের টুরে ঘুরে আসতে পারেন মিরপুর দিয়াবাড়ীতে অবস্থিত তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সুইমিংপুল +রাইড, বিরুলিয়া জমিদারবাড়ি – মন্দির, সাদুল্লাপুর গোলাপ গ্রাম+তাজা তালের রস আর তুরাগ নদীতে নৌ ভ্রমন (সাদুল্লাপুর – মিরপুর দিয়াবাড়ী ঘাট/ সিন্নি ঘাট)
ছবি: মোবাইল mi note 3 pro

যেভাবে যাবেন:

তামান্না পার্ক: মিরপুর -১ নং থেকে বেড়িবাঁধ হয়ে গাবতলি গামি যে কোন বাসে আলিফ/ মোহনা / লেগুনায় (১০-১৫ টাকা) তামান্না পার্কের গেটে নামবেন(মেইন রোডের পাশে)। এন্ট্রি -৫০ টাকা, সুইমিংপুল -২০০ টাকা/ ঘন্টা(যদিও ভোরে যাওয়ায় আর বড় গ্রুপ হওয়ায় টাইমের ব্যাপারে ছাড় আছে আমরা ২ ঘন্টা ছিলাম+ ড্রেস চেঞ্জ ফ্যাসিলিটি আছে। পার্কে বেশ কিছু রাইড আছে খুবই সাধারণ মানের (৪০ টাকা পার রাইড)। মসজিদ ও খাবার হোটেল আছে পার্কের ভিতরেই।

বিরুলিয়া জমিদারবাড়ি : তামান্না পার্কের গেইট থেকে মেইনরোডে এসে বিরুলিয়াগামী যে কোন লেগুনা বা বাসে(১৫-২০টাকা) উঠে যাবেন। নামতে হবে বিরুলিয়া ব্রিজ পার হয়েই হাতের বামে নদীর মাঝ দিয়ে জমিদারবাড়ির দিকে যে রাস্তা চলে গেছে সেখানে। ব্রীজের শেষ মাথা থেকে ৫ মিনিট হাটা দুরত্ত্বে জমিদারবাড়ি, মন্দির, নদীর ঘাট।

গোলাপ গ্রাম: জমিদারবাড়ি ঘুরে বিরুলিয়া ব্রীজের মাথায় মেইনরোডে এসে আক্রাইন বাজার(সাভার) অভিমুখি যে কোন মিনিবাস /লেগুনা /অটোতে(১০ টাকা) আক্রাইন বাজার নামতে হবে। দুপুরে খাবার এখানেই খেতে পারেন। মোটামুটি ভাল খাবার হোটেল আছে(গরু ৮০/ মুরগি ৬০)।
আক্রাইন বাজার অটো স্ট্যান্ড থেকে সাদুল্লাপুর বাজারগামী ব্যাটারিচালিত অটো পাবেন(১৩ টাকা)। পথেই পড়বে গোলাপ গ্রাম। ভাল গোলাপের রাজ্যে যেতে রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে যেতে হবে তখনি পাবেন চারপাশে গোলাপ আর গোলাপ। (৩০ পিসের গোলাপ তোড়া কিনতে পারেন, প্রতি পিস গোলাপ মাত্র ৩ টাকা!)। অনেক তালগাছ চোখে পড়বে।তাজা তালের রস নিয়ে গাছিরা যাবার সময় তাদের থেকে কিনে খেতে পারেন। (এক হাড়ি/৩ লিটার ১৫০ টাকা)।

গোলাপ গ্রাম ঘুরে কাছেই সাদুল্লাপুর বাজার থেকে মিরপুর দিয়াবাড়ী গামী ট্রলারে উঠে যাবেন (২৫-৩০ টাকা) অথবা বড় গ্রুপ হলে রিজার্ভ ট্রলার ভাড়া করতে পারেন শুয়ে বসে যেতে পারবেন (৮০০-১০০০ টাকা)। এখন বর্ষায় অনেক পানি আর কচুরিপানা থাকায় ডিংগি নৌকা চলে না তাই ট্রলারই ভরসা।মিরপুর নৌকা ঘাটে নেমে মিরপুর-১ বা উত্তরাগামী বাস পাবেন। মিরপুর -১ থেকে ঢাকার যেকোন দিকে যাবার বাস পাবেন।

তামান্না পার্কে দুইটি রাইড+সুইমিংপুল সহ আমরা ২২ জনের গ্রুপে সব স্পট ঘুরে আসছি গতকাল শুক্রবার, পার হেড ৬৫০ টাকা খরচ পড়েছে। কেউ তামান্না পার্কে না গেলে ৩৫০ টাকাতেই সব ঘুরা হয়ে যাবে।

মনে রাখবেন: সন্ধ্যা ৬ টার পরে সাদাল্লুপার গোলাপ গ্রাম থেকে ট্রলার নাও পেতে পারেন। তখন আবার সড়কপথে আক্রাইনবাজার এসে মিরপুরগামী রাইডারে উঠতে হবে।

Post Copied From:Gm Shariful Hassan>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment