দেশের সবথেকে বড় ফুলের বাজার এবং ফুল চাষের এলাকা ঘুরে আসতে পারেন একদিনেই।

রাতে ঢাকা থেকে সরাসরি যশোরের অনেক বাস আছে পছন্দসই বাসে উঠে পড়ুন (হানিফ ভালো এই রোডে আমার মতে )। পৌছে যাবেন ভোরের আলো ফোটার আগেই যশোরে। নাশতা করে নিন যশোরে। তারপরে যশোর বেনাপোল লোকাল বাসে উঠে পড়ুন গদখালী বাজার পর্যন্ত যাওয়ার জন্য (25 টাকা ভাড়া)। 9-10 টা পর্যন্ত বাজার থাকে এরপরে বিক্রি শেষ হয়ে যায়। যারা খুলনা থেকে যেতে চান তাদের ট্রেনে যাওয়াই ভাল। বাসে গেলে সময়ও বেশী লাগবে রাস্তাও অনেক খারাপ। সকাল 7 টায় বেনাপোল কমিউটার ট্রেন যায় সরাসরি ঝিকরগাছা নামতে পারবেন। স্টেশন থেকে ভ্যানে সরাসরি গদখালী বাজার। এছাড়া অন্য ট্রেন গুলোতে যশোর নামতে পারবেন (6.30 এ রাজশাহীর ট্রেন আছে) । সেখান থেকে লোকাল বাসে গদখালী। বাজার ঘোরা শেষ হলে এবার যাত্রা ফুলের মাঠের উদ্দেশ্যে। গদখালী বাজার থেকে ফুলের মোড় বললেই নিয়ে যাবে (10 টাকা ভ্যান ভাড়া)। মোড়ে যাওয়ার আগে থেকেই দুইপাশেই দেখবেন ফুল আর ফুল। নেমে পড়ুন বাগানের ভিতর এবং ঘুরুন। তবে ফুল ছিড়বেন না এবং গাছের কোন ক্ষতি করবেন না।
দেখবেন জারবেরা গাছ গুলো লাগানো আছে অনেকটা গ্রিন হাউস টাইপ ঘরে। মালিকের অনুমতি নিন দেখবেন তারাই ঘরেই তালা খুলে আপনাকে ঘুরাবে। তবে গাছ বা ফুল নষ্ট করবেন না। যদি ফুল কিনতে চান সরাসরি ক্ষেতের চাষীর সাথে কথা বলে কিনুন অনেক কমেই পাবেন। ফুল দেখতে গেলে একটা জিনিস মাথায় রাখা ভাল সামনের দুই তিন দিনের ভিতর কোন অনুষ্ঠান আছে কিনা। থাকলে কিন্তু ফুল অধিকাংশই বিক্রির জন্য কেটে ফেলবে। আমরা 14 ডিসেম্বর গেছিলাম, বিজয় দিবস উপলক্ষে অধিকাংশ ফুলই বিক্রির জন্য কেটে ফেলছিল। ফুল বাগান ঘোরা এবং ফুল কেনা শেষ হলে গদখালী বাজার হয়ে যশোরে চলে আসুন। খাবারের জন্য হাজী বিরিয়ানীতে যেতে পারেন। খাওয়া শেষে যশোর শহর ঘুরে দেখতে পারেন। এবার যশোর থেকে ঢাকাগামী বাসে উঠে পড়ুন।
দিনটা ভালোই কাটবে ফুলের রাজ্যে।
হ্যাপি ট্রাভেলিং।

Post Copied From:Sonnet Das‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment