যখনি সুযোগ পাই ছুটে চলে যাই
চারিদিকে পানিবেষ্টিত পাহাড়ি উচু নিচু পথে। আর এজন্য প্রতিবছর ৩ থেকে ৪ বার যাওয়া হই আমার, হই কাজে আর না হই নিহাত ঘুরতে। এই ছবির যায়গাটি হল- কাপ্তাই থেকে রাঙ্গামাটি পাহাড়ি পথ। নিজের গাড়ি থাকলে ঘুরতে সুবিধা হবে। রাঙ্গামাটি থেকে আসলে- আসামবস্তি সেতু দিয়ে আসতে হবে, আর কাপ্তাই থেকে গেলে সুইডিশ টেকনিক্যাল ইন্সটিটিউট অ্যান্ড নেভাল এর রাস্তা ধরে যেতে হবে। আর মাঝখানে রাঙ্গামাটি বনভান্তে জন্মভূমি স্থানে একটা মন্দির পাবেন। তার ঠিক পাসে ২ তা দোকান পাবেন, তবে একটু দূরে (পাশে ১ মিনিট হাটা লাগবে মাত্র) খালি একটা দোকান দেখবেন ( রাঙ্গামাটি থেকে আসলে ঐ দোকানটা আগে পরবে) ঐখানে একটা রং চা খেতে ভুলবেন না। দোকানের সামনে রাস্তার অপর পাশে বসার ব্যবস্থা আছে। ঐখানে বসে, সামনে সমুদ্রের ন্যায় পানি দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতে পারেন সাথে বিকেলবেলা হলে গরম গরম পরতা ও পাবেন। যদি লাঞ্চ এর প্রয়োজন হই ঐখানে ২/৩ টা যাওয়ার পথে রেস্টুরেন্ট পাবেন। আমার বাড়ি কাপ্তাই এলাকার মধ্যে। কিন্তু থাকি চট্টগ্রামে। কারুর হেল্প লাগলে কমেন্ট বক্স ওপেন। আস্ক করতে পারেন। সাধ্য মত চেষ্টা করব উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।
(বিঃদ্রঃ সর্বশেষ বর্ষাতে রাস্তা অনেক ভেঙ্গে গেছে। আপনার ড্রাইভার যদি ওখানকার লোক না হন, তাহলে তাদের বলুন সাবধানে চালাতে। আর সন্ধ্যার আগে ঐ স্থান ত্যাগ করার চেষ্টা করুন। চোর ডাকাতের ভয় না, বন্য হাতির ভয়। মাঝে মধ্যে রাস্তায় বের হই ওরা।)
Post Copied From:Marma Shi>Travelers of Bangladesh (ToB