সিলেট ভ্রমণের ট্যুর প্ল্যান

Sylhet→Ratargul→Bisnakandi→Sylhet→Lala Khal→Jaflong→Sylhet→Dhaka

কমলাপুর থেকে বিকাল ৪টায় ৯ জন ট্রেনে উঠলাম! রাত প্রায় ১১ টার দিকে সিলেট গিয়ে ট্রেন থামলো।

হোটেল ভাড়ার জন্য হযরত শাহজালাল (রাঃ) এর মাজার শরীফের আশেপাশে দেখলাম…কিন্তু সিলেটে তুলনামূলক ভাড়া এইখানে বেশি হওয়ায় একটু দূরে হোটেল আল ছালিম এ উঠেলাম! ( Hotel Rose View এর পাশে)

Day 1
সকালববেলা সি এন জি নিয়ে রাতারগুলে রওনা দিলাম….তারপর রাতারগুল হতে ট্রলারে করে বিচানাকান্দি। বিচানাকান্দি হতে রাতারগুল ফেরার পথের যে একটা অঅভিজ্ঞা ছিল তা এক কথায় সেরা বলা যায়।

Day 2
জাফলং আর লালাখাল গেলাম মাইক্রো করে। সারাদিন সেখানে ছিলাম! সন্ধ্যায় সিলেট শহরে এসে মাজার শরীফ আর শহরটা ঘুরে দেখলাম।
রাত ১১:৩০ এর বাসে উঠে ভোর ৪ টায় ঢাকায় আসলাম।

৯ জন এর মধ্যে প্রতি জনের ঘুরাঘুরি আর খাওয়ার খরচ পড়ছে প্রায় ৩০০০ টাকা!

And These were main Costing…
Train – 320 (per person)
Bus(Hanif) – 470 (per person)
Hotel – 1100 (per room)
Cng Ratargul updown Sylhet – 750 (per cng)
Ratargul to Bichanakandi Updown Troller – 3000
Noah- 3200 (Lalakhal-Jaflong-Sylhet Updown)

Post Copied From:Owali Shawon>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment