৪ রাত ৩ দিনের ভ্রমন
#(কক্সবাজার, সেন্ট মার্টিন,হিমছড়ি,,মেরিন ড্রাইভ,ইনানী সি বিচ,রামু বৌদ্ধ বিহার,রাবার বাগান)।
গত ১ তারিখ টাংগাইল থেকে রউনা হই স্বপ্নের কক্সবাজার এর উদ্দেশ্য , তার আগে রোহিঙ্গা নিয়ে অনেক কথা শুনেছি,এত গুলো জায়গা ঘুরে এসে একটা কথাই বলব,, কোন গুজবে কান না দিয়ে& নির্দ্বিধায় চলে যান কক্সবাজার,কোন রুপ অসুবিধা হয় নি ঘুরে বেড়াতে।
আমরা ছিলাম হোটেল সি কক্স এ, হোটেল র এর বারান্দা থেকে সি ভিউ পাওয়া যায়,কক্সবাজার এমন জায়গা বার বার গেলেও সাগরের মুগ্ধতা শেষ হবে না,সন্ধ্যায় চলে যাই বার্মিজ মার্কেটে,ভারা মাএ ১০ টাকা,দামাদামি করে নিবেন, যার কাছ থেকে যেমন রাখতে পারে,ওনেক কিছু শপিং করে হোটেল এ ফিরে আসি,পরের দিন ৬ টার সময় সেন্ট মার্টিন এর জন্য হোটেল।এর সামনে থেকে বাস ছেরে যায়,জাহাজ চলছে সাথে পাখি গুলা উড়ছে আর সবাই চিপ্স বা রুটি ছুরে দিচ্ছে, এক পলকেই লুফে নিচ্ছে পাখি গুলো,,সেন্ট মার্টিন না গেলে কক্সবাজার ভ্রমন বৃথা, এ যেন নীলে নীলে মিশে একাকার,আকাশ নীল সাগরের পানী নিল,যে ভিউ টা আপনি কক্সবাজার পাবেন না,সেন্ট মার্টিন গেলে ডাব খেতে ভুলবেন না,,,পরের দিন সকালে চলে গেলাম রামু বুদ্দিডস বিহার আর রাবার বাগান,রাবার প্রসেসিং দেখলাম,,তার দুপুরের পর চলে গেলাম মেরিন ড্রাইভ এ, মনে হচ্ছিল বাহিরের কোন দেশে চলে এসেছি,এক পাশে সাগর এক পাশে পাহাড়,দেখেই চোখ জুরিয়ে যায়,,হিমছরি দেখে সন্ধ্যা টা পার করলাম ইনানি সি বিচ এ,,সূর্য অস্ত যাওয়ার এরকম সুন্দর দৃশ্য আর কোথাও পাওয়া যাবে কিনা জানা নেই,মনে হল কে টেনে সূর্য টা কে পানির নিচে নিয়ে যাচ্ছে,,
অত:পর সুন্দর কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফেরা,,,,,,<br>
ছবি:সেন্ট মার্টিন,নো এডিট
Post Copied From:Mahady Rakib>Travelers of Bangladesh (ToB)