Xitang-Water City

রাবরের মতই ভালো লাগে নতুন সব জায়গাই ঘুরে বেড়াতে আর সেটা যদি হয় চায়নার পুরনো কোনো শহরে তাহলে ত আর কথাই নাই। তেমনি গত মাসে একটা সুযোগ হয়েছিলো ছিতাং ওয়াটার টাউট ঘুরার আর আমিও সেটা হাতছাড়া করতে পারলাম না 😂

প্রতি বছরের এই সময় চায়নার মোটামুটি সব প্রদেশ থেকে এখানে সপরিবারে সবাই ঘুরতে আর তাদের জনপ্রিয় Hanfu Culture Program উপভোগ করতে আশে । আগেই বলে রাখি হানফু তাদের একটি বিশেষ ধরনের পোশাক । যারা এই পোশাক ছাড়া এই শহরে ঘুরাঘুরি করতে চাই তাদের আলাদাভাবে টিকেট কাটতে হয় আর থাকলে আলাদা কোনো টিকেটের দরকার নেই (সবার সুবিধার্থে নিচে একটা ছবি দেয়া আছে কষ্ট করে দেখে নিবেন) 😊

ছোট ছোট নদীর মত আকাবাঁকা রাস্তার দুই পাশেই আছে থাকার মত ছোট ছোট অসংখ্য হোটেল, শত শত মিউজিক ক্যাফে, নানান ধরনের খাবারের দোকান, বার, পুরোনো সব মিউজিয়াম, লাভ লক পয়েন্ট, বিভিন্ন ধরনের মজার গেম ট্রাই করার সুযোগ, চায়নার ঐতিহ্যবাহী অলংকার আর নামকরা সব ডেজার্ট শপ । সন্ধ্যা হলেই এই শহর লাভ করে তার পরিপূর্ণ সুন্দরতা আবার ইচ্ছে হলেই ছোট ছোট নৌকা দিয়ে অনায়াসেই ঘুরে নিতে পারেন পুরো শহর । সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা !

এই প্রথম কোনো জায়গার রিভিউ লিখলাম কোনো ভুল ক্রুটি থাকলে আমার প্রতি ক্ষমাশীল হবেন । আর ধন্যবাদ সবাইকে আমার এই মোটামুটি বিশাল রিভিউটা সময় নিয়ে পড়ার জন্য #Happy_Touring 👌

🌍 ট্রিপ রূট  Shahjalal International Airport —> Guangzhou Airport —> Hangzhou Airport —> Xitang Water City (By Bus or Texi)

Post Copied From:Muzammel Hossain Ananda‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment