কিয়দাংশ অনুভুতি লাভের জন্য যেতে পারেন মহামায়া লেকে

স্থান: মহামায়া লেক

সমুদ্রের উত্তাল ঢেউ এর মাঝে অনেকেরই ইচ্ছা হয় জাহাজ বা নৌকা ভাসিয়ে হারিয়ে যেতে। কিন্তু বাস্তবে তা সবার জন্য সম্ভবপর হয়ে ওঠে না।তাও তার কিয়দাংশ অনুভুতি লাভের জন্য যেতে পারেন মহামায়া লেকে কায়াকিং করার জন্য।

যাতায়াত: চট্টগ্রাম/ঢাকা থেকে বাসে করে মিরসরাই, ঠাকুরদিঘী বাজার নামবেন, একটু সামনে গেলে মহামায়ার গেট দেখবেন,ওখান থেকে সিএনজি জনপ্রতি ১৫ টাকা ভাড়ায় মহামায়ার মূল গেইটে পৌঁছে যাবেন।

গেইটে জনপ্রতি টিকেট ১০ টাকা করে নিবে।
লেকের সামনে গেলে সদাহাস্য সাঈদুল ভাইকে দেখবেন, এরপর সব ব্যবস্থা উনি করে দিবেন।
সাধারণত কায়াকিং এর জন্য ঘন্টাপ্রতি ৩০০ করে নেয়, তবে স্টুডেন্ট অাইডি দেখালে ঘন্টাপ্রতি ২০০।। অামরা ৬ জন ৩ টি কায়াকে ১.৫ ঘন্টা ঘুরে খরচ হয়েছিল ৯০০ টাকা।সবার জন্য লাইফ জ্যাকেট থাকবে,অতএব যারা সাতাঁর পারেন না তারাও কায়াকিং করতে পারবেন।

কায়াকিং ছাড়াও মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যও যেতে পারেন, তবে ওখানে গিয়ে কায়াকিং না করে অাসলে অাফসোস থেকে যাবে

অার মহামায়ার মূল গেইটে ঢুকার অাগে হাতের ডানে কয়েকটি দোকান দেখবেন(অামরা খেয়েছিলাম “মা বাবার দোয়া” হোটেলে এবং খাবারের মান যথেষ্ট ভালো ছিল), ওখানে খাবার ওর্ডার করে যেতে পারেন,, কায়াকিং করে এসে খাবার রেডি পাবেন।।

হ্যাপী ট্রাভেলিং।।

Post Copied From:Aditta Barua‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment