বায়ু বিদ্যুৎ প্রকল্প, কুতুবদিয়া, কক্সবাজার
যেভাবে যাবেন : রুট-১ :ঢাকা থেকে বাসে করে চকরিয়া ( ভাড়া ৭০০ টাকা) । চকরিয়া থেকে সিএনজিতে করে মগনামা ঘাটা ( ভাড়া ১২০-১৫০ টাকা জন প্রতি ) । মগনামা ঘাট থেকে ট্রলার কিংবা স্পিড বোটে বড়ঘোপ ঘাট ( আমরা এভাবে ই গিয়েছিলাম, কুতুবদিয়াতে আরও কয়েকটা ঘাট আছে সেগুলো দিয়েও যাওয়া যেতে পারে , স্পিড বোটে ভাড়া জন প্রতি ৮০ টাকা) । ঘাট থেকে বায়ু বিদ্যুৎ প্রকল্প রিক্সায় যাওয়া যাবে ।
রুট-২: ঢাকা থেকে চট্টগ্রাম এর নতুন ব্রিজ । নতুন ব্রিজ থেকে সিএনজি জনপ্রতি ১৮০ টাকা করে মগনামা ঘাট । বাকি পথ আগের মতো ই ।
বায়ু বিদ্যুৎ প্রকল্প ছাড়াও দেখার মতো আছে কুতুবদিয়া সি বিচ । যারা নির্জনতা পছন্দ করেন তাদের ভালো লাগবে । কুতুবদিয়ার বিখ্যাত বাতি ঘর সমুদ্রে বিলিন হয়ে গেছে , বর্তমানে যে বাতি ঘর রয়েছে তা দেখতে মোবাইল টাওয়ারে মতো ।
থাকার ব্যবস্থা : সমুদ্র বিলাস নামে ভালো মানে হোটেল রয়েছে , ভাড়া ১০০০ টাকা ( ১টা ডাবল বেড, ১টা সিংগেল বেড) । সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ পর্যন্ত কারেন্ট থাকবে । পানি থাকবে ২৪ ঘন্টা ।
Post Copied from:Rakib Apo>Travelers of Bangladesh (ToB)