খৈইয়াছড়া ঝর্না।

ঢাকা থেকে HIACE গাড়ি নিয়ে রাত 5:00 am. যাত্রা শুরু করছিলাম আমরা 12 জন। চট্টগ্রামের মিরসরাই এর বড়তাকিয়া বাস স্ট্যান্ড এর একটু আগেই হাতের বাম দিকের রোড খৈইয়াছড়া ঝর্না। ঐ রোড ধরে দুই কিলো গাড়ি / সিএনজি নিয়ে যাওয়া যায়।
তারপর ওখান থেকে আরো দুই কিলো পথ হাটলেই আপনি চলে যাবেন প্রকৃতির স্বর্গে। এক এক করে ঝর্না শুরু হতে থাকবে। 15/20 মিনিট করে উপরের দিকে ট্রেক করবেন আর ঝর্না গুলো আরো লোভনিও হতে থাকবে। এভাবে উপরে যেতে যেতে আপনার যে কখন 13 টা প্রকৃতির স্বর্গ দেখা হয়ে যাবে সেটা টেরই পাবেন না।। এমনকি আপনি একবারে সবচেয়ে উপরে ঝর্না উৎস পর্যন্ত যেতে পারবেন।।

সাধারনত সবাই তিন নম্বর ঝর্না পর্যন্ত যায়।
কারন তিন নম্বর ঝর্নার পর থেকে রাস্তা গুলো প্রায় 80-85 ডিগ্রী এন্গেল। ট্রেক করাটা একটু কষ্ট হলেও উপরের ঝর্নার সৌন্দর্য আপনার কষ্টকে সুখে পরিনত করে দিবে। (100% Gaurantee)

সময় কম থাকার কারনে আমরা 3 ঘন্টায় সব ট্রেক করে ফিরে আসছি। তারপর সন্ধ্যা 6টায় রওনা দিয়ে রাত 12টায় ঢাকায় পৌছালাম।।

#Information:
যাওয়া-আসা Hiace 9000/12 = 750টাকা
ব্রেকফাস্ট + লান্ঞ্চ + ডিনার = 200 টাকা

সতর্কতা :
মেয়েরা গেলে 3 নম্বর ঝর্না পর্যন্ত যেতে পারবেন।
ছেলেরা (confident) সাহস থাকলে সর্বোচ্চ উপরে যেতে পারবেন।
এই পাহাড়ের রাস্তাগুলো একটু পিচ্ছিল। সতর্কতার সাথে যাবেন।।

Post Copied From:Mehedi Hasan Anik‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment